২৫ অক্টোবর ২০২০ , মোঃ সবুজ খানঃ
মাদারীপুর জেলার কালকিনি পৌর সভার জুরঁগা পুজা মন্ডব পরিদর্শন করেন মাদারীপুর ৩ – আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কালকিনির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্বা ড. আবদুস সোবহান গোলাপ এম পির পক্ষে। সেখানে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে জুরঁগা পুজা মন্ডব পরিদর্শন ও মত বিনিময় সভা আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বশার।পুজা কমিটির সভাপতি কালাচান মন্ডল। বিশেষ অতিথি বিশিষ্ট শিল্পবতী সাবেক উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য গরীব দুঃখী মানুষের বন্ধূ এস এম হানিফ সরদার। উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান সরদার সহিদুল ইসলাম। সাবেক কমিশনার উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস হাওলাদার।লুতফর সরদার ।উপজেলা তাতীঁ লীগের সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্পাদক রেজাউল ফরাজী।উপজেলা মৎসজীবি লীগের সভাপতি আজিজুর রহমান খুররুম, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ রানা। উপজেলা সৈনিক লীগের আহবায়ক দিদার মোল্লা সদস্য সচিব জাহিদ হাসান আরো উপস্থিত ছিলেন কাদের প্যাদা জামাল, চৌকিদার মনির সরদার, পলাশ বেপারী কিবরিয়া হাসান নাঈম রাসেল অন্যান্য নেত্রী বৃন্দ।
Check Also
কিডনী রোগীদের খাদ্য তালিকা।।
অনলাইন ডেস্কঃ কিডনী রোগীরা যা খাবেন,খাবেন না।। কিডনি রোগে যারা ভুগছেন, তাদের সবসময়ই চিন্তার বিষয় …
তাজ মহলের অজানা ইতিহাস
২১ মে ২০২১,অনলাইন ডেস্কঃ শতাব্দী ধরে ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে জাদু ছড়াচ্ছে তাজমহল। অনেকের …
নববর্ষ ও মাহে রমজানে আবুল হাসানাত কবিরের শুভেচ্ছা
প্রেস বিঞ্জপ্তিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ বাসীকে শুভেচ্ছা বানী দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদ্য …