২৬ মে ২০২১,অনলাইন ডেস্কঃ
জুন-জুলাইয়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি নির্ধারিত ছিল আগেই। তবে সেই সূচিতে পরিবর্তন এসেছে। নতুন সূচিতে এক টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানো হয়েছে।
আগের সূচিত দুটি টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল টাইগারদের।
তবে নতুন সূচিতে জিম্বাবুয়ে সফরে এক টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যন জানিয়েছেন
‘দুই বোর্ড আলোচনা করে সূচি থেকে একটি টেস্ট বাদ দিয়েছে। একটি টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ’
২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ১৬, ১৮ ও ২০ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
Check Also
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে
বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …
তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!
২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …
দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!
২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …