সারাদেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। তবে কমতে পারে ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে কমেছে।আবহাওয়া অধিদপ্তর উত্তরের তিন বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ।
সংস্থাটি জানিয়েছে দেশের কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে ।
আট বিভাগেই বৃষ্টি হয়েছে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত । তবে উত্তরে বৃষ্টির প্রবণতা বেশি। এ সময়ে নীলফামারীর ডিমলায় সবচেয়ে বেশি ১৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে । ঢাকায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার ।
ঢাকায় অতিভারী বৃষ্টি হয় শুক্রবার দিনগত রাতে । এতে জলাবদ্ধ হয়ে পড়ে ঢাকার বিভিন্ন এলাকা । কোথাও কোথাও এখনো রয়ে গেছে সেই বৃষ্টির পানি । ঢাকার আকাশ মেঘলা শনিবার সকাল থেকে । হালকা বৃষ্টিও হয়েছে রাজধানীর কোথাও কোথাও ।
শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর বলেন, অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় (৭৬ থেকে শতভাগ অঞ্চল) এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় (৫১ থেকে ৭৫ শতাংশ অঞ্চল) । সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে।
অর্থাৎ বৃষ্টি কিছুটা কমবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে । তবে বেশি বৃষ্টি হবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ।
অপরিবর্তিত থাকতে পারে শনিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় বলেও জানান মনোয়ার হোসেন।
আবহাওয়াবিদ জানান আগামী দিনগুলোতে বৃষ্টি ক্রমেই কমে তাপমাত্রা বাড়তে পারে ।
শুক্রবার মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল । শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল ।