এ বছর আইপিএল হওয়া নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। না হলে প্রায় ৪ হাজার কোটি রুপির ক্ষতি হবে তাদের। এর মধ্যে খারাপ খবর শুনিয়েছে সুপ্রিম কোর্ট। ৮ বছর আগে আইপিএল দল ডেকান চার্জার্সকে বেআইনিভাবে আসর থেকে বহিষ্কার করার জরিমানা হিসেবে প্রায় ৮ হাজার কোটি রুপি জরিমানা দিতে হবে।
২০০৯ আইপিএল চ্যাম্পিয়ন ডেকান চার্জার্সকে আর্থিক অনিয়মের অভিযোগে ২০১২ সালে বহিষ্কার করে তখনকার বিসিসিআই। বিষয়টির সূত্রপাত আসলে ডেকানের মূল প্রতিষ্ঠান ডেকান চার্জার্স হোল্ডিংস লিমিটেডের-ডিসিএইচএল ১০০ কোটি রুপির ব্যাংক গ্যারান্টি বিসিসিআইকে দিতে ব্যর্থ হওয়ায়। বিষয়টি নিষ্পত্তিতে ৩০ দিন সময় দেয় বিসিসিআই। কিন্তু সময়ের আগেই তাদের বহিষ্কার করা হয় অভিযোগে মুম্বাই হাইকোর্টে মামলা করে ডেকান। মুম্বাই হাইকোর্টের নিয়োগ করা সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি আর্বিট্রেশন ট্রাইব্যুনাল শুক্রবাল ডেকানের পক্ষে রায় দেয়। মুম্বাই হাইকোর্ট জানান, ডেকানের বহিষ্কারাদেশ বেআইনি ও সময়ের আগেই করা হয়েছিল। তাই দলটিকে ক্ষতিপূরণ ও সুদ মিলিয়ে প্রায় ৮ হাজার কোটি রুপি দিতে হবে বিসিসিআইকে। ঘটনার পর আইপিএলে হায়দরাবাদ থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য দরপত্র আহ্বান করে বিসিসিআই, যা পায় সান টিভি নেটওয়ার্ক। বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিটি তাদের মালিকানাধীন।