২৫ জুলাই ২০২১,স্টাফ রিপোর্টারঃ
বিদেশের মাটিতে এক অনন্য রেকর্ড গড়ার হাতছানি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সামনে।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টুয়েন্টি ম্যাচে জয় পেলেই, বিদেশের মাটিতে পুর্নাঙ্গ সিরিজ জয়ের রেকর্ড গরবে টাইগাররা। এর আগে দেশের মাটিতে পুর্নাঙ্গ সিরিজ জয়ের রেকর্ড থাকলেও বিদেশের মাটিতে এখনো পর্যন্ত কোন পুর্নাঙ্গ সিরিজের তিন ফরমেটের সিরিজ জেতা হয়নি টাইগারদের।
তবে এর আগে দুইবার পুর্নাঙ্গ সিরিজ জয়ের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যার্থ হয় টাইগাররা। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি- টুয়েন্টি সিরিজ জিতলেও সবার টেস্ট সিরিজে হেরে যায়
বাংলাদেশ।
এরও আগে ২০০৯ সালে একই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই পুর্নাঙ্গ সিরিজ জয়ের সুযোগ পেয়েছিল টাইগাররা।সেবার টেষ্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও টি- টুয়েন্টিতে হেরে যায় বাংলাদেশ।
তবে এবার সম্ভবনা প্রবল।অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ জয়ের জন্য বেশি কষ্ট হওয়ার কথানা টাইগারদের।দ্বিতিয় ম্যাচে ব্যাটাররা ব্যার্থ না হলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ে করতে পারতো বাংলাদেশ। তবে এই ম্যাচ জয় করে রেকর্ড গড়ার জন্য আসাবাদি দলের ক্রিকেটাররা।