১৬ মে২০২০
ডেস্ক রির্পোটঃদক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এটি আজ সন্ধায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে। ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে এর নাম দেওয়া হয়েছে ‘আম্ফান’। বর্তমানে ঘূণিঝড়টি চট্রগ্রাম বন্দর হতে ১৩৫০ কিঃমিঃ দূরে অবস্হান করছে আজ এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি আরো বেশি শক্তিশালী ও সুসংহত হয়ে উঠছে। এটা একটি শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে আগামী ২/১দিনের মধ্যে বাংলাদেশ এবং ভারতে আঘাত হানতে পারে। এরইমধ্যে ওড়িশার ১২টি উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের সূত্রে আরও জানা গেছে, নিম্নচাপটি শনিবার দুপুরে মংলা সমুদ্র বন্দর থেকে ১৩৯৯ কিলোমিটার দক্ষিণে অবস্থান করে আরো বেগবান হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার, যা ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ওই স্থানে বেশ উত্তাল।
ধারনা করা হচ্ছে, এটি ঘূর্ণিঝড় “আম্ফান”আগামী ১৮ থেকে ১৯ মে’র ভেতরে ভারতের উড়িষ্যা থেকে বাংলাদেশের বরিশাল উপকূলের ভেতরে যেকোনো স্থানে আঘাত করতে পারে।
ঘূর্ণিঝড় আম্ফানের নামকরণ করেছে থাইল্যান্ড। ‘আম্ফান’ ২০১৯-এর ঘূর্ণিঝড় তালিকার শেষ নাম। ‘নর্দান ইন্ডিয়ান ওশেন সাইক্লোন’-এর নামগুলো আটটি দেশ পর্যায়ক্রমে রাখে। এই পর্যায়ক্রমগুলো হলো-বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সেই পর্যায়ক্রমে আট নম্বর তালিকায় শেষ নামটি হলো আম্ফান।