Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website বঙ্গবন্ধুকে কটক্তি করায় তারেক জিয়ার বিরুদ্বে মামলার বাদী বাদল সন্ত্রাসী হামলার শিকার – প্রশাসন নিরব।। – মুক্তির কথা নিউজ
বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
Home / প্রথম পাতা / বঙ্গবন্ধুকে কটক্তি করায় তারেক জিয়ার বিরুদ্বে মামলার বাদী বাদল সন্ত্রাসী হামলার শিকার – প্রশাসন নিরব।।

বঙ্গবন্ধুকে কটক্তি করায় তারেক জিয়ার বিরুদ্বে মামলার বাদী বাদল সন্ত্রাসী হামলার শিকার – প্রশাসন নিরব।।

কিশোরগঞ্জ(কটিয়াদী) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুকে কটক্তি করায় তারেক জিয়ার বিরুদ্বে মামলার বাদী সাবেক বাংলাদেশ আওয়ামীলীগের সহ সম্পাদক কিশোরগঞ্জ জেলার কটিয়াটি উপজেলা,ভুনা গ্রামের বাসিন্দা আকরাম হোসেন বাদল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন,প্রত্যক্ষদর্শীর বারাত দিয়ে স্হানীয় প্রতিনিধি মুক্তিরকথা নিউজকে জানায় যে,গত ১৫/৫/২০২০ ই তারিখে বেলা ১২.৩০ ঘটিকার সময় স্হানীয় পর গাও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার দিদার হোসেন লিটন (৪৮)এর নেতৃত্বে সন্ত্রাসী রাকিবুল ইসলাম পাপ্পু(২৮)পিতা- হুমায়ন কবির,মাসুদ(২২)পিতা-দিদার,সোহেল(৩২)পিতা-রংগু মিয়া,সহ আঞ্জাত ১০/১২ জন সন্ত্রাসী লোক বাদলের উপর রড,সাবল,রাম দা,হকি ই্ষ্টিক,দেশীয় অস্র নিয়ে হামলা চালায়,তারা বাদলকে রক্তাক্ত জখম সহ তার হাত ভেঙ্গে ফেলে এলোপাথারি কোপাইতে থাকে সমানে তার স্ত্রী রুনা আগাইয়া আসিলে তাকে মাথায় আঘাত করে এবং তার বাড়ী ঘর কোপাইয়া ক্ষতিসাধন করে স্হানীয় লোক জন আগাইয়া আসিলে সন্ত্রাসী গন চলিয়া যায় এবং হুমকী প্রদান করে যে বাদলকে একা পাইলে জীবনে মেরে ফেলবে।আহত বাদল ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে থানায় গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহন করে নাই,উক্ত বিষয়ে যোগাযোগ করা হলে জানা যায় প্রভাবশালী ব্যাক্তি নব্য আওয়ামীলীগ সেজে বি.এ.পি’র ইশারায় সন্ত্রাসী হামলা হয়েছে,আওয়ামীলীগের পক্ষে রাষ্ট্রীয় কয়েকটি মামলায় বাদী হয়েও বাদলের উপর সন্ত্রসী হামলার পর থানায় মামলা না নেওয়া রহস্য জনক।জানা যায় কিছুদিন পূর্বে বাদলের নামে কোন ঘটনা না ঘটলেও তদন্ত ছারাই একটি মামলা হয় এবং করোনা মহামরীতে জামিনযোগ্য অপরাধের দায়েরকৃত মামলায় বাদলকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়ীতে যায়, মামলা না নেওয়ার বিষয় এবংঅন্যান বিষয় বাদল ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে জানিয়েছে।আশা করা যাচ্ছে অতি দ্রুত ব্যবস্হা গ্রহন করবে।এদিকে সন্ত্রাসীরা অবাদে ঘুরে বেড়াচ্ছে এবং আঞ্জাত লোক দিয়ে রাষ্ট্রীয় মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে।

About admin

Check Also

ভিপি বাদল’কে সংবর্ধনা দিলেন,বন্দর এলাকাবাসী।।

ডেস্ক রিপোর্টঃ নারায়নগঞ্জ, বন্দর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে ২য় বার এড.আবু হাসনাত মোঃ শহিদ …

ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন করলেন নাঃগঞ্জ জেলা আওয়ামীলীগ।

এম,কে,জামানঃ নারায়নগঞ্জ, ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন করলেন নাঃগঞ্জ জেলা আওয়ামীলীগ। ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে …

জাতীয় যুব দিবসের অনুুষ্ঠানে জেলা প্রশাসক- মঞ্জুরুল হাফিজ।

অনলাইন ডেস্কঃ নারায়নগঞ্জ, জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়নগঞ্জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *