১১,জুন, ২০২১,অনলাইন ডেস্কঃ
আজ ১১ জুন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননিয় প্রধান মন্ত্রী ও আওলীগ সভাপতি শেখ হসিনার কারামুক্তি দিবস। ১৪ বছর আগে এই দিনে দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছিলেন শেখ হসিনা । সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে জামিন পেয়ে ২০০৮ সালের আজকের এ দিনে তিনি কারামুক্ত হন।
২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমন্ডির বাসভবন থেকে শেখ হাসিনা গ্রেফতার হন। গ্রেফতার করে প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটকে রাখা হয়। কারাগারের অভ্যন্তরে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ বিবেচনায় এবং জরুরি অবস্থার মধ্যেই নিয়মতান্ত্রিক আন্দোলন ও প্রতিবাদের মুখে উন্নত চিকিৎসার প্রয়োজনে আট সপ্তাহের জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।
মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তিতে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি তার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠিত হয়।