প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর মধ্যে নানা বিধিনিষেধ মেনে সোমবার দেশে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
ঈদ মানে ভেদাভেদ ভুলে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময়। আত্মীয়-স্বজন আর বন্ধু-বান্ধবদের বাড়িতে বেড়াতে যাওয়া। তবে এবারের ঈদুল ফিতর বলতে গেলে একেবারেই ভিন্ন।
ঈদগাহে নয় এবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। নামাজ শেষে কোলাকুলি থেকে বিরত থেকেছেন প্রায় সবাই।
আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িতে বেড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগির রেওয়াজ থাকলেও এ বছর তেমনটা হচ্ছে না।
সামাজিক দূরত্ব বজায় রাখতে মসজিদের ভেতরে জায়গা না হওয়ার কারণে অনেকেই রাস্তায় বসে ঈদের নামাজ আদায় করেছেন। কাউকে কোলাকুলি করতে দেখা যায়নি। প্রায় সবাই মাস্ক ব্যবহার করছেন।
করোনা মহামারীর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঈদের জামাত অনুষ্ঠান এ বছর বাতিল করা হয়। ফলে বঙ্গভবনের দরবার হলে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি।
এর আগে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ঘরে থেকে ঈদ উদযাপনের আহ্বান জানান। একই সঙ্গে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘এ বছর আমরা সশরীরে পরস্পরের সঙ্গে মিলিত হতে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমে আত্মীয়-স্বজনের খোঁজ-খবর নেব।’