১ জুন ২০২২,অনলাইন ডেস্কঃ
আগের সব রেকর্ড ছাড়িয়ে পাকিস্তানের বাজারে ভোক্তাপর্যায়ে লিটার প্রতি ভোজ্য তেলের দাম দাঁড়িয়েছে ৬০৫ রুপিতে। দেশটিতে প্রতি লিটারে রান্নার তেলের দাম বাড়ানো হয়েছে ২০০ রুপিরও বেশি।
দ্য ডন জানিয়েছে, গতকাল মঙ্গলবার পাতিস্তান সরকার অভূতপূর্বভাবে ঘি ও রান্নার তেলের দাম বাড়িয়েছে। নজিরবিহীনভাবে রান্নার তেলের দাম প্রতি লিটারে ২১৩ রুপি এবং ঘি’র দাম প্রতি কেজিতে ২০৮ রুপি বাড়ানো হয়।
মূল্যবৃদ্ধির পর প্রতি লিটারে রান্নার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৬০৫ রুপি এবং ঘি’র দাম দাঁড়িয়েছে ৫৫৫ রুপিতে।
অবশ্য হঠাৎ করে রান্নার তেল ও ঘি’র এতোটা মূল্যবৃদ্ধির কারণ নিয়ে কোনো মন্তব্য করেননি পাকিস্তানি ওই কর্মকর্তা। তবে সংবাদমাধ্যম দ্য ডন বলছে, পাকিস্তানের খুচরা বাজারে বিখ্যাত ব্র্যান্ডের ঘি ও রান্নার তেলের সর্বোচ্চ হার এখনও প্রতি কেজি/লিটার ৫৪০-৫৬০ রুপির মধ্যে রয়েছে।