এম,কে,জামানঃ নারায়নগঞ্জ জেলার, ফতুল্লা থানার তল্লা বায়তুল সালাত জামে মসজিদে এসি বিস্ফোরনে আগুনে দগ্ধ আহত ৩৭ জন মুসুল্লির মধ্যে আজ সকাল ১১ টা পর্ষন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।বাকীরা আশঙ্কা জনক অবস্হায় রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে বিশ হাজার টাকা করে সহায়তা প্রধান করা হয়েছে,বাকীদের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে সরকার,ইসলামীক ফাউন্ডেশন, নারায়নগঞ্জের উপ-পরিচালক জাকির হোসেন বলেন”আহত ইমাম, মুসুল্লিদের চিকিৎসা ও মৃত মোয়াজ্জেন সহ সকলের পাশে থাকবে সরকার,”।উল্লেখ্য গতকাল রাত ৮:৩০ ঘটিকায় এশার নামাজে আগত মুসুল্লিরা নামাজের শেষ অবস্হায় হঠাৎ এসি বিস্ফোরনে মসজিদের ভিতরে বার্ণ এর সৃষ্টি হলে মুহুতেই অগ্নিদগ্ধ হয় ৩৭ জন,খবর পেয়ে ফায়ার সার্ভসের দল এসে আহতদের চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠায় এবং রাতেই ২ জনের মৃত্যু হয়।
Check Also
নারায়নগঞ্জ থেকে বি এন পি প্রতিরোধ আন্দোলন শুরু করলাম-ওবায়দুল কাদের।।
ডেস্ক রিপোর্টঃ (কে জামান) নারায়নগঞ্জ ২৩ অক্টোবর ২০২২ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ …
জননেত্রী শেখ হাসিনার জন্ম দিবসের অনুষ্ঠানে -এড.লায়েকুজ্জামান।
অনলাইন ডেস্ক( তালহা): ঢাকা,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ,,কেন্দ্রীয় কমিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম …
বাংলাদেশ ভ্যাট প্রফেসনালস ফোরামের সাধারন সভা অনুষ্ঠিত।
অনলাইন ডেস্ক(কে জামান)-ঃ ঢাকা,বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম এর ১৩তম সাধারন সভা ১৯ আগষ্ট ২০২২ শুক্রবার …