এম,কে,জামানঃ নারায়নগঞ্জ জেলার, ফতুল্লা থানার তল্লা বায়তুল সালাত জামে মসজিদে এসি বিস্ফোরনে আগুনে দগ্ধ নিহত মুসুল্লিদের জন্য গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতেনাঃ গঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মোঃশহিদ বাদল এর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ নিহতদের বাড়ীতে গিয়ে খোজ খবর নেন।তাহারা বলেন জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে বিশ হাজার টাকা করে এবং আহতদের জন্য দশ হাজার টাকা সহায়তা প্রধান করা হয়েছে,বাকীদের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে সরকার,আহত ইমাম, মুসুল্লিদের চিকিৎসা ও মৃত মোয়াজ্জেন সহ সকলের পাশে থাকবে সরকার,”।ভিপি বাদল নিহতদের আত্নার মাগফিরাত কামনা সহ আহতদের দ্রুত সুস্হতা কামনা করেন।এ সময় আরও উপস্হিত ছিলেন জেলা আওয়ামীণীগের সহ সভাপতি মিজানুর রহমান বাচ্ছু,যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ,মুক্তিযুদ্ব বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্বা নুরুল হুদা,এডভোকেট আলাউদ্দিন,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক উপ কমিটি সদস্য আলহাজ্ব ডক্টর কামরুজ্জামান,কামাল হোসেন,যুবলীগ নেতা বিপ্লব,এস এস এপোলো প্রমুখ।
উল্লেখ্য গতকাল রাত ৮:৩০ ঘটিকায় এশার নামাজে আগত মুসুল্লিরা নামাজের শেষ অবস্হায় হঠাৎ এসি বিস্ফোরনে মসজিদের ভিতরে বার্ণ এর সৃষ্টি হলে মুহুতেই অগ্নিদগ্ধ হয় ৩৭ জন,খবর পেয়ে ফায়ার সার্ভসের দল এসে আহতদের চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠায়।এই খবর পাওয়া পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।
Check Also
ভিপি বাদল’কে সংবর্ধনা দিলেন,বন্দর এলাকাবাসী।।
ডেস্ক রিপোর্টঃ নারায়নগঞ্জ, বন্দর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে ২য় বার এড.আবু হাসনাত মোঃ শহিদ …
ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন করলেন নাঃগঞ্জ জেলা আওয়ামীলীগ।
এম,কে,জামানঃ নারায়নগঞ্জ, ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন করলেন নাঃগঞ্জ জেলা আওয়ামীলীগ। ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে …
জাতীয় যুব দিবসের অনুুষ্ঠানে জেলা প্রশাসক- মঞ্জুরুল হাফিজ।
অনলাইন ডেস্কঃ নারায়নগঞ্জ, জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়নগঞ্জের …