২১ জুলাই ২০২০ , তালহা জামানঃ
ওল্ড ট্র্যাফোর্ডে ৮৫ ওভারে ৩১২ রানের চ্যালেঞ্জ নিতে পারেনি ক্যারিবীয়রা। গতকাল রোমাঞ্চকর শেষ দিনে ১৯৮ রানে গুটিয়ে গেছে তারা। ১১৩ রানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা এনেছে ইংল্যান্ড। ২৪ জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডেই হবে সিরিজ নির্ধারণী শেষ টেস্ট।
টেস্টের রোমাঞ্চকর পরিণতির আভাস চতুর্থ দিনেই পাওয়া যাচ্ছিল। কমেন্ট্রি বক্স থেকে মাইক হোল্ডিং বলছিলেন, শেষ দিনে ‘জিভে জল আনা’ প্রতিদ্বন্দ্বিতা আশা করছি। সেই আশা দু’দলই পূরণ করেছে। বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমেই ৫৭ বলে ৭৮ রানের অসাধারণ ইনিংস খেলে উইন্ডিজের সামনে ৮৫ ওভারে ৩১২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেন। এরপর স্টুয়ার্ট ব্রড দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে চা-বিরতির আগে ৫ উইকেটে ১৩৭ রানে পরিণত করেন উইন্ডিজকে।
বিরতির পর প্রথম টেস্টের অন্যতম হিরো জার্মেইন ব্ল্যাকউড ৫৫ রানে আউট হলে ম্যাচের বাকি সময়টা কাটানো কঠিন হয়ে পড়ে উইন্ডিজের। ১৮৩ রানের মাথায় অধিনায়ক জেসন হোল্ডারকেও ৩৫ রানে হারিয়ে ফেললে শেষ ভরসাও শেষ হয়। ৭১তম ওভারে গুটিয়ে যায় উইন্ডিজ। ম্যাচ শেষে হোল্ডার শেষ ম্যাচ সম্পর্কে বলেছেন, ‘আমরা এখানে লড়তে এসেছি। আমি নিশ্চিত ছেলেরা এই হার থেকে শিখবে। শেষ ম্যাচে সর্বাত্মক উজাড় করে লড়ব আমরা।’ ১৭৬ ও ৭৫ রান এবং ৩ উইকেটের জন্য ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোকস।