২৭ এপ্রিল, ২০২০
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা এখন ছয় হাজার ছুঁই ছুঁই।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫২ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৯৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৩ জন।
সোমবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
করোনা সংক্রান্ত ৫১তম ব্রিফিংয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৯৭টি নমুনা পজিটিভ এসেছে। এ নিয়ে মোট ৫ হাজার ৯১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৫২ জন করোনায় মারা গেছেন। নতুন সাতজনের ছয়জন পুরুষ আর একজন নারী।
মৃতদের পাঁচজন ঢাকার আর একজন করে সিলেট এবং রাজশাহীর।
তিনি জানান, আরও নয়জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে ১৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন। অবশ্য আক্রান্তদের অধিকাংশই বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।