দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৫ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৪৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন।
মঙ্গলবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নমুনাগুলোর মধ্যে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৬ হাজার ৪৬২ জনের করোনা শনাক্ত হলো।
অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা তিনজনই ঢাকার। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫৫ জনে দাঁড়িয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও আটজন করোনা রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৩৯ জন করোনা রোগী সুস্থ হয়েছে উঠেছেন। তবে এ সংখ্যার মধ্যে বাসায় থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াদের অন্তর্ভুক্ত করা হয়নি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১১১ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে ১ হাজার ২৪৮ জন আইসোলেশনে আছেন।