বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১১টি দেশের ইন্টারন্যশনাল কমার্শিয়াল ফ্লাইট (যাত্রী পরিবহন ফ্লাইট) আবতরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগ) গ্রুপ ক্যাপ্টেন এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে ১১টি দেশের বাণিজ্যিক ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞার কারণ হিসেবে করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব এড়ানোর উল্লেখ রয়েছে। তবে, এসব দেশ থেকে কার্গোবিমান, বিশেষ ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করতে পারবে বলেও এতে উল্লেখ রয়েছে।
জানা যায়, বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিবহনের (কমার্শিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট) ফ্লাইট বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।