দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৭১ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩৮ জন।
শুক্রবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে মোট ৩১টি ল্যাবে ৫ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৫৭১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮ হাজার ২৩৮ জনের করোনা শনাক্ত হলো।
অধ্যাপক সুলতানা বলেন, করোনায় মৃতের তালিকায় আরও দুজন যুক্ত হয়েছেন। এদের একজন পুরুষ ও একজন নারী। একজন ঢাকার আর অন্যজন ঢাকার বাইরের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ১৪ করোনা রোগী হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট ১৭৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। তবে এ সংখ্যার মধ্যে যারা বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।