২৯মে ২০২১,স্টাফ রিপোর্টারঃ
দেশের মাটিতে এক এর পর এক সাফল্য অর্জন করে চলছেই বাংলাদেশ ক্রিকেট দল।দেশের মাটিতে টানা পাচ সিরিজে অপরাজিত টাইগাররা।
জয় করা ৫ সিরিজের মধ্যে আবার ৩ সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছ টাইগাররা।দেশের মাটিতে টানা পাচ সিরিজ জয় করেছেতো বটেই, তার চেয়ে বড় সাফল্য হলো ২০১৫ আইসিসি বিশ্বকাপের পর থেকে নিয়ে ২০২১ সালের মে মাস পর্যন্ত দেশের মাটিতে খেলা ১২ টি ওয়ানডে সিরিজের মধ্যে ১১ টি সিরিজই জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
যার মধ্যে রয়েছ ভারত, সাউথ আফ্রিকার মতো ক্রিকেট দল।তাছারা জয় করা ১১ টি ওয়ানডে সিরিজের মধ্যে পাচটিতে শতভাগ ম্যাচ জয়ের রেকর্ডও করেছে টাইগাররা।
শতভাগ জয় গুলো এসেছে পাকিস্তন, জিম্বাবুয়ে ও ওয়েষ্ট ইন্ডিসের বিপক্ষে। এর মধ্যে আবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে তিনবার।তবে দেশের মাটিতে মাত্র একটি সিরিজ হারলেও বিদেশের মাটিতে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
দেশের মাটিতে জয় করা ১১ টি সিরিজের মধ্যে নয়টি সিরিজ জয় করেছে সাবেক অধিনাক মাশরাফি বিন মুর্তাজার অধিনে এবং বকি দুটি অর্থাত জয় করা শেষ দুই সিরিজ জয় করেছে বর্তমান অধিনাক তামিম ইকবালের অধিনে।
Check Also
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে
বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …
তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!
২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …
দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!
২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …