১ জুলাই, ২০২০,তালহা জামানঃ
ইরানের রাজধানী তেহরানের উত্তরে একটি মেডিকেল সেন্টারে বড় ধরনের বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছয়জন।
মঙ্গলবার সিনা আথার নামের ওই ক্লিনিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। পরে, প্রেসটিভির খবরে ১৯ জনের মৃত্যুর কথা বলা হয়।
তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, তেহরান বিস্ফোরণের সঙ্গে নাশকতার যোগ নেই। এটি একটি দুর্ঘটনা। গ্যাস লিকের কারণেই বিস্ফোরণ ঘটেছে বলে তিনি দাবি করেন।
উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিচি জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ১৯ জনের মধ্যে ১০ জনই নারী।
বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ক্লিপিং পোস্ট হয়। একটি ভিডিওতে উত্তর তেহরানের ওই মেডিকেল ক্লিনিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
গত সপ্তাহে তেহরানের একটি সামরিক অঞ্চলের কাছে বিস্ফোরণ ঘটেছিল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি গ্যাস স্টোরেজের ট্যাংক লিক করেই ওই বিস্ফোরণ ঘটেছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যদিও ইরানের রাজধানী তেহরানের পূর্বে আলবোরজ পর্বতমালার কাছে বিকট ওই বিস্ফোরণের ঘটনা ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে।
স্যাটেলাইট ছবি থেকে ধারণা, ওই এলাকায় মাটির নীচে ইরানি ক্ষেপণাস্ত্র সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণটি ঘটেছে।