Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website তিন বছর পর লা লিগা শিরোপা রিয়াল মাদ্রিদের – মুক্তির কথা নিউজ
বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
Home / খেলা-ধুলা / তিন বছর পর লা লিগা শিরোপা রিয়াল মাদ্রিদের

তিন বছর পর লা লিগা শিরোপা রিয়াল মাদ্রিদের

মুক্তির কথা ডেস্কঃ

তিন বছর পর লা লিগা শিরোপা পুনরুদ্ধারের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে দ্বিতীয় দফায় দ্বিতীয় ও সব মিলিয়ে ক্লাবটিকে একাদশ শিরোপা জয়ের পর জিদান বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নস লিগই। তবে লা লিগা আমাকে আরও অনেক বেশি আনন্দিত করেছে। এ এক অসাধারণ অনুভূতি। এই খেলোয়াড়রা যা করেছে তা অবিশ্বাস্য। আমি কথা হারিয়ে ফেলছি। কারণ, আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

ভিয়ারিয়ালকে হারালেই শিরোপা এমন অবস্থায় বৃহস্পতিবার ঘরের মাঠের ম্যাচটি ২-১ গোলে জিতে ২০১৭ সালের পর লা লিগা শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৯০ মিনিটের সময়ই বোঝা গিয়েছিল রিয়াল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। একদিকে নিজেদের মাঠে এগিয়ে আছে রিয়াল। ওদিকে বার্সেলোনা সমতায়। রিয়াল শেষ মুহূর্তে গোল খেলেও তাই চ্যাম্পিয়ন হতো। কিন্তু বার্সেলোনা উল্টো ৯৪ মিনিটে গোল হজম করে সব সন্দেহ দূর করে দেয় রিয়ালভক্তদের। লিগে ২০১৮ সালের পর এই প্রথম নিজেদের মাঠে হারল বার্সেলোনা। মজার ব্যাপার, বার্সেলোনার ডাগআউটে যিনি ছিলেন, সেই কিকে সেতিয়েনই সেবার ছিলেন প্রতিপক্ষের ডাগআউটে!

ক্রিশ্চিয়ানো রোনালদো চলে যাওয়ার পর এলেমেলো রিয়ালকে গুছিয়ে এনে লিগ শিরোপা এনে দেওয়ার কারিগর ক্লাবটির সাবেক খেলোয়াড় জিনেদিন জিদান। তাই প্রশংসায় ভাসছেন তিনি। স্পেনের গণমাধ্যমের কাছে ‘আলিনিয়েদর’ (চালক) হিসেবে পরিচিত জিদান সম্পর্কে অধিনায়ক সার্জিও রামোস বলেছেন, ‘(সাফল্যের পেছনে) তিনিই আসল, তিনিই জাহাজের ক্যাপ্টেন। তিনিই ইউনিক। আশা করি, তিনি রিয়ালে দীর্ঘদিন থাকবেন।’ ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, ‘সে (জিদান) স্বর্গ থেকে আশীর্বাদ আমাদের জন্য। মানুষ যতই তার সমালোচনা করুক না কেন, সে যতদিন চাইবে এখানে থাকবে এবং আমাদের শিরোপা এনে দেবে।’

আলফ্রেডো ডি স্তেফানো স্টেডিয়ামে বৃহস্পতিবারের জয়ের মাঠের নায়ক করিম বেনজেমা। দুই অর্ধে দু’গোল করেছেন তিনি। ২৯তম মিনিটে এগিয়ে নেন তিনি রিয়ালকে। মাঝমাঠে বল দখলে নিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো খুঁজে নেন লুকা মদ্রিচকে। এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার খানিকটা এগিয়ে ডি-বক্সের ভেতরে পাস দেন বেনজেমাকে। নিখুঁত শটে অতিথি গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি। ৭৭তম মিনিটে সার্জিও রামোস ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় রিয়াল। সে সময় অবশ্য বেশ নাটকীয়তা তৈরি হয়েছিল। স্পটকিক নিতে গিয়ে রামোস গোলমুখে শট না নিয়ে বল সামনে বাড়িয়ে দেন। ডি-বক্সের বাইরে থেকে দৌড়ে এসে জালের ঠিকানা খুঁজে নেন বেনজেমা। কিন্তু বাতিল হয় গোলটি। কারণ, রামোস বলে পা ছোঁয়ানোর আগেই বেনজেমা ডি-বক্সে ঢুকে পড়েছিলেন। তাই ফের স্পটকিক নিতে হয় রিয়ালকে। দ্বিতীয় দফায় অবশ্য বাড়তি কোনো কৌশলের আশ্রয় নেয়নি তারা। গড়ানো শটে চলতি লিগে নিজের ২১তম গোলটি করেন বেনজেমা। গোলদাতাদের তালিকায় তিনি শীর্ষের মেসির চেয়ে ২ গোল পিছিয়ে আছেন।

মেসি তার ২৩তম গোল করেছেন ন্যু ক্যাম্পে ম্যাচের ৬২ মিনিটে। নিখুঁত এক ফ্রিকিক থেকে বার্সেলোনাকে সমতায় ফেরান অধিনায়ক। এর আগে খেলার ১৫ মিনিটে অসাধারণ এক গোলে এগিয়ে যায় ওসাসুনা। বাঁপ্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে ডি-বক্সে ঢুকে আরনাইজকে দারুণ এক কাটব্যাক করেন পার্ভিস এস্তুপিনান। নিখুঁত এক ভলিতে বল জালে পাঠান লেগানেস থেকে ধারে আনা এই স্প্যানিশ ফরোয়ার্ড। ম্যাচের যোগ করা সময়ে সার্জিও বুসকেতসের ভুলে আবার গোল খায় বার্সা। সতীর্থের বাড়ানো বল ধরে কিকে বারিয়া দেন তোরেসকে। জোরালো শটে বল জালে জড়ান তিনি। ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে আগামীকাল লেগানেসের সঙ্গে শেষ লিগ ম্যাচ খেলবে রিয়াল। একই সময় আলাভাসের মাঠে খেলবে ৭৯ পয়েন্ট পাওয়া বার্সা।

About admin

Check Also

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে

বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …

তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!

২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …

দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!

২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *