২২ জুলাই ২০২০ , অনলাইন ডেস্কঃ
রাশিয়ার করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হওয়ার আগেই তা বাজারে নিয়ে আসা হবে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখায়েল মুরাশকো জানিয়েছেন।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানায়, রাশিয়ার সম্ভাব্য করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম পর্যায় ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। শিগগিরই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল।
প্রথম পর্যায়ের ট্রায়ালে ভ্যাকসিনটি ইতিবাচক সাড়া মিলেছে বলে রুশ কর্তৃপক্ষ জানায়।
তাদের দাবি, এই ভ্যাকসিন যাদের ওপর প্রয়োগ করা হয়েছিল, তাদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া গিয়েছে।
এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড এবং মার্কিন ওষুধ কোম্পানিও ঘোষণা দিয়েছে, করোনা রোগীদের মধ্যে রোগ প্রতিরোধে তাদের ভ্যাকসিন সাফল্য দেখিয়েছে।
তবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আগেই ভ্যাকসিনটি বাজারে এনে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় রাশিয়া।
রুশ বার্তা সংস্থার এক প্রতিবেদনে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখায়েল মুরাশকো বলেন, তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে যাওয়ার আগে এই ভ্যাকসিন বাজারে ছাড়া হবে।
মুরাশকো জানান, অনুমোদিত ভ্যাকসিন নিয়ে অতিরিক্ত ক্লিনিকাল গবেষণা হবে। নতুন পদ্ধতির মাধ্যমে ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতার ফরম্যাটটি পরীক্ষা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে দেশটির ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আইডিআইএফ)-এর প্রধান কিরমিল ডিমিত্রিয়েভ বলেন, ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল অন্যান্য দেশের তুলনায় তাড়াতাড়ি সম্পন্ন হবে। দেশে ভ্যাকসিন তৈরির বর্তমান পরিকাঠামোকেই এর কারণ বলে তিনি জানান।
সবার আগে ভ্যাকসিন বাজারে আনতে রাশিয়া তাড়াহুড়ো করছে, সংশ্লিষ্ট মহলের এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে ডিমিত্রিয়েভ জানান, প্রতিষ্ঠিত ভ্যাকসিন প্ল্যাটফর্মেই এই ভ্যাকসিন তৈরি করা হচ্ছে।