৭ জুলাই ২০২০,তালাহ জামানঃ
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সাত ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। সেই উৎসবের রেশে এক বড় ধরনের ধাক্কা দিয়ে বসল ম্যানসিটি।
ম্যানসিটির ঘরের মাঠে এক হালি গোল হজম করতে হয়েছে চ্যাম্পিয়নদের। বিপরীতে সিটির জালের দেখাই পাননি মোহামেদ সালাহরা।
এবার সেই ম্যানসিটি টেবিলের ১৩ নম্বর দল সাউদাম্পটনের কাছে ০-১ গোলে হারল।
রোববার রাতে অপেক্ষাকৃত দুর্বল দল সাউদাম্পটন নিজেদের মাঠে ম্যানসিটিকে পেয়ে যেন দুর্বার হয়ে উঠেছিল। ম্যাচের ১৬ মিনিটে গোল হজম করে ম্যানসিটি। বাকি সময়টা গ্যাব্রিয়েল হেসুস, রিয়াদ মাহরেজরা শতচেষ্টা করেও সাউদাম্পটনের গোলমুখ খুলতে পারেননি।
পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গত দুই মৌসুমের চ্যাম্পিয়নদের।
এদিকে আগের ম্যাচে ম্যানসিটির কাছে ধরাশায়ী লিভারপুল রোববার ফের চ্যাম্পিয়ন দলের মতোই খেলেছে।
অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছেন অলরেডরা। সাদিও মানে ও কার্টিস জোনস এই ২ গোল করেন।
লিগের ৩৩ রাউন্ড শেষে এ হার নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৬ রইল। এদিকে লিভারপুলের সংগ্রহ ৮৯ পয়েন্ট। ৫৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে লিস্টার সিটি।