২২ জুন ২০২০ sayem siraj
এ বছর টি ২০ বিশ্বকাপ না হলে তখন ঘরোয়া লিগ বাদ দিয়ে আইপিএলকেই প্রাধান্য দেয়ার কথা বলেছেন স্টিভেন স্মিথ।
সেই সুরেই এবার গলা মেলালেন তারই সতীর্থ আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার। করোনার কারণে ঝুঁকিতে থাকা আসন্ন টি ২০ বিশ্বকাপ পেছালে, স্মিথের মতো তখন আইপিএলকেই বেছে নেবেন অসি ওপেনার।
টি ২০ বিশ্বকাপ নিয়ে এখনও দোলাচলে ভুগছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ড প্রধান আর্ল এডিংসই বলেছেন, এই পরিস্থিতিতে টি ২০ বিশ্বকাপ তার কাছে অবাস্তবই ঠেকছে। আইসিসি অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা ঝুলিয়ে রেখেছে এখনও। এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে ওই সময়ে বৈশ্বিক টুর্নামেন্টটি স্থগিত হলে আইপিএলের সূচি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে।
কারণ করোনার হানায় নির্ধারিত সময়ে আইপিএলও শুরু করা যায়নি। তার ওপর আর্থিক ক্ষতির বিষয়টিও ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
এ অবস্থায় অক্টোবর-নভেম্বরে যদি বিশ্বকাপ না-ই হয়, তাহলে ওয়ার্নারের পছন্দ আইপিএলই। ইন্ডিয়া টুডে’কে বলেছেন, ‘যদি বিশ্বকাপ না হয়, সেই সূচির বদলে যদি আইপিএল হয়, তাহলে আমি এ ব্যাপারে নিশ্চিত যে আমরা এখানে আইপিএল খেলতে আসব।’ অবশ্য সেক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনাপত্তির বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন তিনি। কারণ করোনা মহামারীতে ভ্রমণের
বিষয়েও রয়েছে নানা নিষেধাজ্ঞা, ‘অবশ্য সেক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া যদি আমাদের অনুমতি দেয়, বলে যে ভারতে যেতে সমস্যা নেই, তাহলে অবশ্যই তখন খেলার জন্য আমার হাতটা উঁচুতেই থাকবে। কারণ দিনশেষে এই খেলাটাকেই আমরা ভালোবাসি।’