২২ আগষ্ট ২০২১, অনলাইন ডেস্ক:
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘ দিন এই ফরম্যাটে নেই তামিম। তাই সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া আসরে তামিমকে পাওয়া নিয়ে তৈরি হয়ে শঙ্কা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশাবাদী এই বাঁহাতিকে নিয়ে।
জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজেও নেই তামিম ইকবাল। বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার হাঁটুর চোট থেকে সেরা উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
তামিম যেভাবে সেরে উঠছেন সেটাই আশাবাদী করছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে। তিনি বলেন, ‘তামিম বেশ ভালোভাবেই সেরে উঠছেন। আমরা সে অনুযায়ী পরিকল্পনা করেছি এবং সে খুব ভালোভাবেই সাড়া দিচ্ছে।’