ডেস্ক রিপোর্ট(কে জামান)-ঃ জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন নারায়নগঞ্জ এর উদ্যোগে চিত্রাংকন, কবিতা আবৃত্তি,রচনা ও হামদ-নাত প্রতিযোগিতা নারায়নগঞ্জ জেলার স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয়।
আজ ১১ আগষ্ট ২০২২ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নারায়নগঞ্জ কালক্টরেট প্রিপারটরী স্কুলে অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জনাব আজিজুল হক খান। উপস্হিত ছিলেন প্রতিযোগিতা উপ কমিটি সদস্য জনাব মোঃ মহিউদ্দীন, উপ পরিচালক,ইসলামিক ফাউন্ডেশন,নারায়নগঞ্জ, বিচারক হিসেবে উপস্হিত ছিলেন জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি এড.আলহাজ্ব মোঃ কামরুজ্জামান,
উপজেলা শিক্ষা অফিসার,শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার রুনা লায়লা,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান,অধ্যক্ষ, নারায়নগঞ্জ চারুকলা ইনষ্টিটিউট প্রমুখ।
চুড়ান্ত পর্যায়ে বিজয়ীদের মাঝে ১৫ আগষ্ট ২০২২ রোজ সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।