২৩ জুন ২০২১,ম্টাফ রিপোর্টারঃ
আসন্ন জিম্বাবুয়ে সফরের তিন ফরমেটের দল ঘোষনা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
ওয়ানডে ও টেষ্টে তেমন কোন চমক না থাকলেও টি-টুয়েন্টিতে বড় চমক বিসিবির।টি-টুয়েন্টি সিরিজের জন্য দলে ডাক পেয়রছেন অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী তরুন ক্রিকেটার শামিম হোসেন। এবারই প্রথম কোন ফরমেটে জতীয় দলের হয়ে ডাক পেয়েছে তরুন এই ক্রিকেটার।টি-টুয়েন্টি সহ তিন ফরমেটেই দলে প্রায় ৪ বছর পর ডাক পেয়েছেন চলমান ঢাকা লীগে দুর্দান্ত পারর্ফম করা নুরুল হাসান সোহান।
এর আগে সর্বশেষ ২০১৭ সালে সাদা পোশাকের ম্যচে জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই উকেটরক্ষক ব্যাট্সম্যান।এই দুই জন ছাড়া আর কোন চমক নেই জিম্ববুয়ে সফরে। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেষ্ট সিরিজে খেলা সবাই রয়েছে জিম্বাবুয়ে সফরের টেষ্ট দলে। এবারো টেষ্ট দলে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের।
ওয়ানডে দলেও মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে সর্বশেষ শ্রীলংকা সিরিজের দল থেকে।ওয়ানডে দল থেকে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার।তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেস বলার রুবেল হোসেন।
এছারা টি- টুয়েন্টি দলে নাম নেই মুশফিকুর রহিমের। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান।এছারা টি- টুয়েন্টি দলে ফিরেছেন সাকিব আল হাসান।তিন ফরমেটের দলেই তার নাম রয়েছে।
এছাড়া টি- টুয়েন্টি দলে আবারো ফিরেছেন আলো ছরানো লেগ স্পিনার আমিনুল বিপ্লব।টি- টুয়েন্টি দল থেকে বাদ পরেছেন মোঃ মিথুন।
টেষ্ট দলঃ মোমিনুল হক,তামিম ইকবাল,সাদমান ইসলাম,সাইফ হাসান,নাজমুল শান্ত,মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, লিটন দাস,নুরুল হাসান সোহান,ইয়াসির আলী, মেহেদি হাসান,তাইজুল ইসলাম, নাইম ইসলাম, আবু জায়েদ,তাসকিন আহমেদ,ইবাদত হোসেন,ও শরিফুল ইসলাম।
ওয়ানডে দলঃ তামিম ইকবাল,লিটন দাস,নাইম শেখ,সাকিব আল হাসান,মুশফিকুর রহিম,মাহমুদুল্লা রিয়াদ,মোসাদ্দেক হোসেন,মোঃ মিথুন,আফিফ হোসেন,নুরুল হাসান,মেহেদি হাসান,তাইজুল ইসলাম,সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান,তাসকিন আহমেদ,রুবেল হোসেন,ও শরিফুল ইসলাম।
টি-টুয়েন্টি দলঃমাহমুদুল্লাহ,তামিম ইকবাল,লিটন দাস,নাইম শেখ,সাকিব আল হাসান,মৌম্য সরকার,আফিফ হোসেন,শামিম হোসেন,নুরুল হাসান, নাসুম আহমেদ,শেখ মেহেদি,আমিনুল বিপ্লব,সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান,শরিফুল ইসলাম,ও তাসকিন আহমেদ।
Check Also
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে
বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …
তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!
২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …
দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!
২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …