১৩ জুলাই ২০২১,স্টাফ রিপোর্টারঃ
চলমান জিম্বাবুয়ে সফরে নির্ধারিত টি- টুয়েন্টি সিরিজেও খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ও অভিঙ্গ ব্যাটার মুশফিকুর রহিম।
সিরিজ শুরু হওয়ার পূর্বে জাতীয় দলের টানা ব্যস্ত সুচি থাকায় জিম্বাবুয়ে সফরের টি- টুয়েন্টি সিরিজ চলাকালীন সময়ে বিস্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেকল নামে ক্ষেত ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
তবে আজ ১৩ জুলাই বিকালে টিম ম্যানেজম্যান্ট সুত্রে যানা যায় টেষ্ট ও ওয়ানডের সিরিজের পর টি- টুয়েন্টি সিরিজ খেলার জন্যও আগ্রহ প্রকাশ করেছেন মুশফিকুর রহিম।প্রথমে টি- টুয়েন্টি সিরিজের দলে নাম না থাকলেও পরবর্তিতে টি- টুয়েন্টি সিরিজ খেলার ইচ্ছা পোশন করায় টি- টুয়েন্টি সিরিজের দলে রাখা হচ্ছে মুশফিকুর রহিমকে।
তবে মুশফিকুর রহিম হঠাৎ কেন টি- টুয়েন্টি সিরিজ খেলার ইচ্ছা পোষন করলেন সে বিষয়ে কিছু যানা যাইনি।
Check Also
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে
বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …
তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!
২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …
দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!
২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …