নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান। ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।তার জন্মদিনে মুক্তির টিভি,মুক্তির কথা নিউজ সহ বিভিন্নজন ও সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি বাদল,জেলা যুবলীগ,জননেত্রী শেখ হাসিনা পরিষদ,জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট,মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড ও হিউম্যান রাইটস সোসাইটি জেলার সভাপতি ডক্টর কামরুজ্জামান,জননেতার দীর্ঘ জীবন কামনা করেন।প্রয়াত আওয়ামী লীগ নেতা একেএম শামসুজ্জোহার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ছোট ছেলে একেএম শামীম ওসমান। তার বাবা ছিলেন, ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, সাবেক গণপরিষদের সদস্য ও মরণোত্তর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত। মা নাগিনা জোহা ছিলেন ভাষা সৈনিক।
প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান শামীম ওসমান যখন অষ্টম শ্রেণির ছাত্র সে সময় বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে পোস্টার লাগাতে গিয়ে পুলিশের বেধড়ক পিটুনির শিকার হয়েছিলেন। ৮০’র দশকের প্রথমভাগে সরকারি তোলারাম কলেজের ছাত্রলীগের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু। ৮১ সালে তিনি তোলারাম কলেজে ছাত্র-ছাত্রী সংসদের ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কাঁপিয়েছেন। স্বৈরাচার বিরোধী সংগ্রাম করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেন এই ছাত্র নেতা। পরবর্তীতে শহর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন
সংসদে জ্বালাময়ী ভাষণ, রাজাকার গোলাম আজমকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা, লং মার্চে খালেদা জিয়ার গাড়িবহরে বাধা, টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ ও পুনর্বাসন করে আলোচিত হয়েছিলেন তিনি। নারায়ণগঞ্জের ডিজিটাল টেলিফোন, লিংক রোড নির্মাণ, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, সিদ্ধিরগঞ্জে গ্যাস সমস্যার সমাধান, বক্তাবলীতে বিদ্যুৎ সংযোগ, তোলারাম কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, নতুন আদালত ভবন, জেলা কারাগার নির্মাণ শামীম ওসমানের এমপি থাকা সময়ে বড় কাজগুলোর অন্যতম।
দ্বিতীয় দফায় ২০১৪ সালে এমপি নির্বাচিত হওয়ার পর শামীম ওসমানের উল্লেখযোগ্য কাজের মধ্যে ডিএনডিবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা স্থায়ী নিরসনে প্রকল্প গ্রহণ। প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনী কাজ করছে।
২০১৮ এর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে শামীম ওসমান এক ছেলে ও এক মেয়ের জনক i