১৩ জুলাই ২০২০, আন্তর্জাতিক ডেস্কঃ
চীনে মার্কিন নাগরিকদের ‘বাড়তি সতর্কতা’ অবলম্বন করতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ।
রয়টার্স জানায়, চীনে মার্কিন নাগরিকদের আটক হওয়া এবং দেশটি থেকে বের হতে তাদের নিষেধাজ্ঞায় আইন ব্যবহারের ঝুঁকি বেড়েছে বলে যুক্তরাষ্ট্র শনিবার সতর্ক করেছে।
নাগরিকদের নিরাপত্তা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন নাগরিকেরা চীনে আটক হতে পারেন। সেখানে কনস্যুলার সেবা থেকে তাদের বঞ্চিত করা হতে পারে। এমনকি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে অবহিত নাও করা হতে পারে।
এই সতর্কবার্তায় আরও বলা হয়, চীনা সরকারের সমালোচনা করে ব্যক্তিগতভাবে বার্তা পাঠানোর জন্য মার্কিন নাগরিকদের আটক করতে পারে নিরাপত্তা কর্মকর্তারা। এতে তারা দীর্ঘ জেরার মুখে পড়তে পারেন। রাষ্ট্রীয় নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন তাদের আটকে রাখা হতে পারে।
করোনা পরিস্থিতি ও হংকংয়ের নিরাপত্তা আইন নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রে দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তেজনার মধ্যে মার্কিন নাগরিকদের জন্য এ নিরাপত্তা সতর্কবার্তা এলো।
এর আগে বুধবার অস্ট্রেলিয়াও চীনে তাদের নাগরিকদের আটক হওয়ার ঝুঁকি সম্পর্কে এই ধরনের সতর্কবার্তা দিয়েছিল। তবে চীন তা ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেয়।