২২ অক্টোবর ২০২০ , অনলাইন ডেস্কঃ
মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধে চালকদের ডোপ টেস্ট করানোর ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উদযাপনের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী নিরাপদ সড়ক নিশ্চিতে জনসাধারণকে যত্রতত্র রাস্তা পারাপার বন্ধের আহ্বান জানিয়ে ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেন ।
চালকদের ডোপ টেস্ট করানোর প্রতি গুরুত্ব দিয়ে সরকারপ্রধান বলেন, যারা গাড়ি চালাচ্ছেন, তারা মাদক সেবন করেন কিনা সেদিকে নজর রেখে তাদের ডোপ টেস্ট করা হবে। প্রত্যেক ড্রাইভারের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য।
এ সময় চালকদের ওভারটেক করার প্রবণতাও বন্ধের আহ্বান জানান তিনি।
পথচারীদের উদ্দেশে তিনি বলেন, আমরা শুধু ড্রাইভারদের কথা বলি, ড্রাইভারদের দোষ দিই। পথচারীদেরও সচেতন থাকতে হবে।
পাশেই ফুটওভার ব্রিজ, রাস্তার মধ্যখান দিয়ে হেঁটে যাচ্ছে। একটা গাড়ি আসছে একটু হাত দেখিয়েই হাঁটা দিল। এটি একটি যান্ত্রিক ব্যাপার। ব্রেক কষলেও সেটি থামতে কিন্তু কিছু সময় লাগে। হাত দেখালেই থেমে যেতে পারে না। সে কথাটায় সবাইকে সচেতন করতে হবে। সেটি প্রচার করতে হবে, বলতেও হবে, মানুষকে জানাতে হবে।’