ষ্টাফ রিপোর্টাসঃচাঁদপুর(মতলব উত্তর)৬এপ্রিল ২০২১
চাঁদপুর জেলা শহরে ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডাক্তার খবিরউদ্দিন তার পেশাগত ভূয়া ডিগ্রী ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আনোয়ারপুর গ্রামের জনৈক মৃত মোঃ আবুল হোসেনের পুত্র ডাক্তার খবিরউদ্দীন উদ্দিন।
ডাক্তার খবিরউদ্দীন উদ্দিন দীর্ঘ দিন যাবৎ চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল সহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসা প্রদান করিয়া আসিতেছে। ডাক্তার খবিরউদ্দীন উদ্দিন ব্যবহৃত ভিজিটিং কার্ড সাইনবোর্ড এবং চিকিৎসা ব্যবস্থাপত্র আইন স্বীকৃত নহে, এরকম একাধিক ভূয়াডিগ্রী ব্যবহার করিয়া সহজ-সরল জনগণের সহিত দীর্ঘদিন যাবৎ প্রতারনা করিয়া আসিতেছে, ডাক্তার খবীরুদ্দিনের ভুয়া ডিগ্রীর বিষয়ে চিকিৎসকদের অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল কাউন্সিল এর নিকট অভিযোগ দায়ের করলে বিষয়টি নজরে আসে।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃতির বিষয়ে বিএমডিসির কর্মকর্তা আনোয়ার সাহেব গত ২৭/১/২১ইং তারিখে বেলা দুইটা ১১ মিনিটে ডাক্তার খবিরউদ্দিনকলের মুঠোফোনে ভূয়া ডিগ্রীর বিষয়ে জানতে চাইলে ডাক্তার খবির উদ্দিন জানান অনেক ডাক্তার এইসব ডিগ্রী ব্যবহার করছে প্রতিউত্তরে আনোয়ার সাহেব বলেন সবাই চোর বাটপার হলে আপনিও কি চোর বাটপার হবেন তাই এই সব ভূয়া ডিগ্রী ব্যবহার করে সাধারণ জনগণের সহিত আপনার মত শিক্ষিত লোকের প্রতারনা বন্ধ করুন নতুবা আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। খবিরউদ্দিন তারপরেও স্থান পরিবর্তন করে ভূয়া ডিগ্রী/স্বীকৃতি বিহীন ডিগ্রী ব্যবহার করে আসছে।
সর্বশেষ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের রেজিষ্টার কতৃক স্বাক্ষরকৃত গত ৮/৩/২১ ইং তারিখে ডাঃ খবিরউদ্দীনের বরাবরে কারনে দর্শানোর শোকজ নোটিশ প্রেরন করেন।যাহার স্মরক নং ১৪১৭। ডাঃ খবিরউদ্দীনের ইতিমধ্যে স্বীকৃত বিহীন ভূইয়া ডিগ্রী ব্যাবহার করিয়া সাধারন জনগনের নিকট বড় ডাক্টার বনে গেছেন এমনকী পেশাগত বয়সের সাথে সম্পত্তি অর্জনের বিশাল ব্যবধান রহিয়াছে বলে সুত্রে জানায়।