১৭ জুন ২০২১,অনলাইন ডেস্কঃ
গত বৃহস্প্রতিবার জাতীয় সংসদে আগামী বাজেটের রূপরেখা উপস্থাপনে অর্থমন্ত্রী পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমএফএস প্রতিষ্ঠানের করপোরেট কর ৩২ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব দেন।
একই সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমএফএস কোম্পানির করপোরেট কর ৩২ দশমিক ৫ থেকে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব দেন।
২০২১-২২ অর্থবছরের বাজেটে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর করপোরেট কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ খাতের উদ্যোক্তারা বলছেন, শেষ পর্যন্ত গ্রহাকদেরই খরচ বাড়বে।
এতে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবাদাতা ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর করপরবর্তী মুনাফা কমে যাবে। তাতে এ খাতে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ ও আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন এ খাতের উদ্যোক্তারা।