করোনাভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে ফের ক্রিকেট মাঠে গড়ানোর আগে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, খেলার সাথে জড়িত সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হবে। সে ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহায়তা চাইবে বোর্ড।
দেশে এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হচ্ছে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে। দেবাশীষ চৌধুরী বলছেন, যদি কিছু দিনের মধ্যে প্রাইভেট হাসপাতালেও এই পরীক্ষার অনুমতি না মেলে, তবে সরকারি সহযোগিতা চাইবে বিসিবি।
সাংবাদিকদের দেবাশীষ বলেন, ‘কোভিড টেস্ট এখনও বেসরকারি ব্যবস্থাপনার অধীনে শুরু হয়নি। এটি এখনও সরকারী ব্যবস্থাপনায় চলছে এবং সরকারী ব্যবস্থাপনায় এই পরীক্ষা চালানোর জন্য কিছু প্রোটোকলও রয়েছে।’
‘আশা করছি আগামী এক মাসের ভেতরে বেসরকারি ব্যবস্থাপনায় করোনা টেস্ট করার অনুমতি দেবে সরকার। সবার জন্যই উন্মুক্ত থাকবে তখন। যদি এমন কিছু না হয় তাহলে বিসিবি সরকারের কাছে বিশেষ অনুমতির আবেদন করবে।’
শুধু কারো মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে এমন নয়, বরং সুরক্ষা ও নিরাপত্তা বিবেচনায় সবাইকে করোনা পরীক্ষার ভাবনা বিসিবির।