৭ সেপ্টেম্বর ২০২১,অনলাইন ডেস্কঃ
নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে বিক্ষোভকারীদের রোষানলে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় তার দিকে পাথর ছোড়া হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, একটি বিয়ার কারখানা পরিদর্শন শেষে বাসে ফেরার সময় ছোট পাথরে আক্রান্ত হন ট্রুডো। তবে তিনি আহত হননি।
অন্টারিওর লন্ডনে প্রচারের সময় পাথর হামলার মুখে পড়েন কানাডার প্রধানমন্ত্রী। পাথরটি কাঁধে আঘাত করেছে বলে জানান তিনি। একে ২০১৬ সালের একটি ঘটনার সঙ্গেও তুলনা করেন, তখন এক নারী তার দিক কুমড়ার বিচি ছুড়ে মেরেছিল।
এ সময় মিডিয়ার বাসে থাকা দুই ব্যক্তির গায়েও পাথর আঘাত করে। তবে তারা আহত হননি।