১৩ জুন ২০২১,ম্টাফ রিপোর্টারঃ
আগামী ১৮ জুন ইংল্যান্ডের সাউথাম্টনে অনুষ্ঠিত হবে টেষ্ট ক্রিকেটের প্রথম কনো আন্তর্জাতিক টুর্নামেমেন্টর ফাইনাল।এর আগে ওডিয়াই ও T 20 ফরমেটে আইসিসি নির্দিষ্ট সময় পর পর কোন আন্তর্জাতিক টুর্নামেমেন্টের আয়োজন করলেও টেষ্ট ক্রিকেটে এবারি প্রথমবারের মতো আয়োজিত হয়েছে টেষ্ট ক্রিকেটের আন্তর্জাতিক আসর টেষ্ট চেম্পিয়নশিপ।
আন্তর্জাতিক টেষ্ট রেংকিংয়ের শীর্ষ ৯ দল নিয়ে আয়োজিত হয়েছিলো টেষ্ট চেম্পিয়নশিপ। ২০১৯ সালে শুরু হওয়া এই আসরটি শেষ হচ্ছে আগামি ১৮ জুন ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।ইন্ডিয়া ও নিউজিল্যান্ড উভয় দলই চেম্পিয়নশিপ এর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই অবস্থানে থেকে লীগ পর্ব শেষ করে আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে।
আসরের দুই ফাইনালিস্ট দল ইন্ডিয়া ও নিউজিল্যান্ড এর আগে লীগ পর্বেও মুখমুখি হয়েছে।লীগ পর্বের সেই সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে।যেখানে প্রয় দাপটের সহিত সিরিজটি জিতে নিয়েছলো সাগতিক নিউজিল্যান্ড।তবে টেষ্ট চেম্পিয়নশিপ এর ফাইনাল অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেনু ইংল্যান্ডে।যার ফলে কোন দলই নিতে পারছে না হোম এডবান্টেজ।
দুই দলই বর্তমানে ফাইনালের ভেনু ইংল্যান্ডে অবস্থান করছে।দুই দলের সাম্প্রকিত ফ্রমটাও বেশ ভালো।দুই দলই তাদের শেষ সিরিজে দাপটের সঙ্গে জয় পেয়েছে।দুই দলে বেশ কিছু ভালো ক্রিকেটারও রয়েছে।নিউজিল্যান্ড টেষ্ট চেম্পিয়নশিপ এর ফাইনালের আগে স্বাগতিক ইংল্যান্ডের সাথে সিরিজ জয় করেছে।যা তাদের ক্রিকেটারদের মধ্যে দারুন আত্নবিশ্বাস যোগাবে বলে ধারনা করছেন বিস্লেষকরা।
তবে ইন্ডিয়কেও ছোট করে দেখার কনো কারন নেই।কারন কিছু দিন আগেই তারুন্য ও অভিঙ্গতার শংমিশ্রনে তৈরি ইন্ডিয়ার বর্তমান দলটা অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলীয়কে হারিয়েছে।তাই দুই দলেরই চেম্পিয়ন হওয়ার সম্ভবনা রয়েছে ব্যাপক।এক দুর্দান্ত পাচ দিনের টেষ্ট ম্যচ ক্রিকেট দেখার জন্য মুখিয়ে রয়েছে সারা ক্রিকেট বিশ্ব।এখন দেখার বিষয় কাদের হাতে উঠবে টেষ্ট চেম্পিয়নশিপ এর প্রথম ট্রফি।।
Check Also
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে
বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …
তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!
২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …
দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!
২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …