Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website কর্মহীন মানুষদের সহায়তা দিতে পরিবেশ ফাউন্ডেশনকে অনুদান দিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ – মুক্তির কথা নিউজ
শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
Home / প্রথম পাতা / কর্মহীন মানুষদের সহায়তা দিতে পরিবেশ ফাউন্ডেশনকে অনুদান দিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

কর্মহীন মানুষদের সহায়তা দিতে পরিবেশ ফাউন্ডেশনকে অনুদান দিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে মহামারী রূপ ধারণ করা করোনা ভাইরাসের আতংক এখন বাংলাদেশেও।

যান চলাচল সহ সরকার সকল কাজকর্ম বন্ধ করে দেয়ায় পরিবারের সদস্যদের খাবার যোগান দিতে হিমশিম খাচ্ছেন নিম্নআয়ের মানুষজন।

দেশের এই পরিস্থিতিতে সল্প আয়ের কর্মহীন মানুষের জন্য খাদ্যসামগ্রীর সহায়তা দিয়ে পাশে আছে সামাজিক সংগঠন পরিবেশ ফাউন্ডেশন।

সমাজের মধ্যে যারা বিত্তবান, তাদেরকে অসহায় মানুষের সহায়তা প্রদানে অনুরোধ জানান পরিবেশ ফাউন্ডেশনের কর্মীরা।

এরই প্রেক্ষিতে ৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।

ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান মোঃ আক্তারুজ্জামান বলেন পরিবেশ ফাউন্ডেশন কর্মহীন অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। আমরাও তাদের এ কাজের সাথে সম্পৃক্ত হয়ে দুঃস্থ এসকল মানুষের জন্য কিছু করতে চাই।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে থাকবেঃ চাল ৩ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, লবণ ১ কেজি, ডাল ১.৫ কেজি, তৈল ১লিটার, রসুন ৫০০গ্রাম।

আজ (২৯-শে মার্চ) রবিবার সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরের একটি রেস্টুরেন্টে পরিবেশ ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে আলোচনা করে তিনি এই সিদ্ধান্ত নেন।

এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান। ভাইস চেয়ারম্যান লায়ন মোঃ আব্দুর রহমান (সাহিল), নির্বাহী পরিচালক শাহবাজ জামান, ডেপুটি ডিরেক্টর মোস্তফা ফয়সল ও ডিরেক্টর প্রশাসন মোঃ সামছুর রহমান।

আলচনায় আলহাজ্ব লায়ন খান মোঃ আক্তারুজ্জামান বলেন সমাজের সকল বিত্তবানদের উচিৎ তাদের আশেপাশের নিম্নআয়ের মানুষের পাশ দাড়ানো। তিনি বলেন ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিবেশ ফাউন্ডেশনের কর্মকর্তাগণ তার এই সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানান। পাশাপাশি তারা সমাজের সকল সামর্থ্যবান ব্যাক্তিদের লায়ন খান আক্তারুজ্জামানের মতো এগিয়ে এসে সল্প আয়ের মানুষদের পাশে দাড়াতে অনুরোধ করেন।

About admin

Check Also

ভিপি বাদল’কে সংবর্ধনা দিলেন,বন্দর এলাকাবাসী।।

ডেস্ক রিপোর্টঃ নারায়নগঞ্জ, বন্দর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে ২য় বার এড.আবু হাসনাত মোঃ শহিদ …

ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন করলেন নাঃগঞ্জ জেলা আওয়ামীলীগ।

এম,কে,জামানঃ নারায়নগঞ্জ, ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন করলেন নাঃগঞ্জ জেলা আওয়ামীলীগ। ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে …

জাতীয় যুব দিবসের অনুুষ্ঠানে জেলা প্রশাসক- মঞ্জুরুল হাফিজ।

অনলাইন ডেস্কঃ নারায়নগঞ্জ, জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়নগঞ্জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *