ডেস্ক রিপোর্ট: করোনা মোকাবিলায় কর্মহীন, অসহায় মানুষদের জন্য খাবারভর্তি প্যাকেট বিতরণ করার উদ্যেগ গ্রহন করেছে পরিবেশ ফাউন্ডেশন।
এই মুহূর্তে করোনা ভাইরাস পুরো বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। করোনা মোকাবিলা করার জন্য এগিয়ে এসেছেন একের পর এক ক্রীড়াবিদ। করোনার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য নিজের দুটি বিলাসবহুল পাঁচতারা হোটেল হাসপাতালে পরিণত করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এছাড়াও মেসি স্পেনের স্বাস্থ্য খাতে দান করেছেন এক মিলিয়ন ইউরো। এছাড়াও টেনিস তারকা রজার ফেডেরারও এগিয়ে এসেছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে।
সকলেই যেখানে করোনার হাত থেকে বাঁচার জন্য নিজ নিজ ঘরে বন্দি ঠিক সেই পরিস্থিতিতে এই কাজ করা সত্যি কঠিন, তবুও সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ‘পরিবেশ ফাউন্ডেশনের’ এ উদ্যেগ প্রসংশার দাবী রাখে।
এ বিষয়ে ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা বলেন আমরা আমাদের নিজস্ব ফান্ড সংগ্রহ করে যতটুকু পেরেছি কর্মহীন অসহায় মানুষকে সহায়তা করার চেষ্টা করেছি।
লোক দেখানো নয় মানুষকে সাহায্য করাই আমাদের লক্ষ। যেহেতু আমাদের ফান্ড অপ্রতুল সেহেতু গোপনে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন মানুষের মাঝে খাবার প্যাকেট তুলে দিচ্ছি। তবে এ ক্ষেত্রে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমরা আরো বেসি সহায়তা করতে পারবো।
তারা সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।