করোনা মহমারারিকে যুক্তরাষ্ট্রের ওপর সবচেয়ে ভয়ঙ্কর হামলা হিসেবে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানায়, বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই প্রসঙ্গ আনেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিন ট্রাম্প বলেন, এটি (করোনা মহামারী) দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে জাপানি সেনাদের হামলার চেয়েও ভয়ঙ্কর। এটি নাইন ইলেভেনে টুইন টাওয়ার হামলার চেয়েও ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রের ওপর এমন হামলা আগে কখনো হয়নি।
চীনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এই মহামারিকে আমি অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ হিসেবেই দেখি। এটি কখনো সম্ভব হতো না যদি উৎপত্তিস্থলেই এই মহামারিকে রোধ করা সম্ভব হতো। যদি চীন এটিকে থামিয়ে দিতে পারত। উচিত ছিল উৎপত্তিস্থলেই এটিকে থামিয়ে দেয়া। কিন্তু সেটি করা হয়নি।
প্রসঙ্গত, ডিসেম্বরের মাঝামাঝি চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এপ্রিলেই দেশটি করোনামুক্ত হয়ে গেলেও যুক্তরাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর সংক্রমণ। বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যায় এগিয়ে যুক্তরাষ্ট্র।
দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩,০৯৫ জন, যা বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি। আক্রান্তের তালিকায়ও আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র, ১২ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে যা বিশ্বের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশের বেশি!
প্রাণঘাতী করোনায় বিশ্বে মোট মৃত্যু ২ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে; আর মোট আক্রান্ত ছাড়িয়েছে ৩৭ লাখ ৫৩ হাজার