করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীদের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল। নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলা ও ৩টি পুলিশি থানার করোনা সংকটে থাকা নেতাকর্মীদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন তিনি। পাশাপাশি জেলার প্রত্যেকটি ইউনিয়নে ত্রান কমিটির মনিটরিং সহ কর্মহীন মানুষের মাঝে দলীয় নেতা কর্মীদের মাধ্যমে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছিয়ে দিচ্ছেন।
এ বিষয়ে অ্যাড. আবু হাসনাত শহিদ মোঃ বাদল জানান, নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার অর্থকষ্টে থাকা নেতাকর্মীদের মাঝে স্হানীয় নেতা কর্মীদের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলার বন্দর,আড়াইহাজার,রুপগঞ্জ,সোনারগাঁ,সদর উপজেলা,প্রশাসন ও স্হানীয় জনপ্রতিনিধি গনের সহিত সর্বদা ত্রান কার্যক্রমের খোজ খবর নিয়ে প্রকৃত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনে সহযোগিতা করছেন।গত ২৫ শে মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত এ কার্যক্রম চলে।চাল, ডাল, আলুসহ,তৈল,আটা,সাবান,মাস্ক,মুরি,লবন,পিয়াজ খাদ্য সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়েছে।
অ্যাড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ লড়ছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষজনও সংকটে পড়েছেন। আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মী এই করোনাকালে আর্থিক সংকটে ভুগছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মহামারী মোকাবেলা করে যাচ্ছি,ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তাদের পাশে দাড়াতে চেয়েছি। এই মহামারীর সময় তাদের পাশেও দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। করোনাকালে মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহ্বান জানান।