দেশে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন, যা একদিনে সর্বোচ্চ। এই সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের।
কভিড-১৯ এ দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮৩ জন।
এর মধ্যে সবশেষ চব্বিশ ঘণ্টায় যার মৃত্যু হয়েছে তিনি পুরুষ, বয়স ২১-৩০ এর মধ্যে।
সাড়ে সাত শ ছাড়ানো আক্রান্ত নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১০,৯২৯ জন। এর মধ্যে নতুন ১৯৩ জনসহ মোট আরোগ্যের সংখ্যা ১,৪০৩ জন।
করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে মঙ্গলবার দুপুরে এসব হালনাগাদ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৩টি ল্যাব থেকে ৬,১৮২টি নমুনা সংগ্রহ করা হয়; পরীক্ষা করা হয় ৫,৭১১টি।
২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১২৮ জন; বর্তমানে আইসোলেশনে আছেন মোট ১,৬৯৪ জন। এই সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭০ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১,২৪৩ জন।
- জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছুঁই ছুঁই; মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৫১ হাজার।