Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website করোনার স্বাস্হ্যবিধি প্রচারে ৮০ ভাগ কাজ করেছে মসজিদের ইমামগন- ইফা মহাপরিচালক। – মুক্তির কথা নিউজ
সোমবার , সেপ্টেম্বর ১৬ ২০২৪
Home / জাতীয় / করোনার স্বাস্হ্যবিধি প্রচারে ৮০ ভাগ কাজ করেছে মসজিদের ইমামগন- ইফা মহাপরিচালক।

করোনার স্বাস্হ্যবিধি প্রচারে ৮০ ভাগ কাজ করেছে মসজিদের ইমামগন- ইফা মহাপরিচালক।

অনলাইন ডেস্কঃ নারায়নগঞ্জ,আজ ২অক্টোবর২০২১শনিবার সকাল ৯ঘটিকায় ইসলামীক ফাউন্ডেশন,নারায়নগঞ্জ এর উদ্যোগে ও ইউনিসেফ এর আর্থক সহযোগিতায় “করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্হ্য সুরক্ষা চর্চায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সমাজকর্মীদের ইতিবাচক সামাজিক আচরন শক্তিশালীকরণ শীর্ষক” দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুুষ্ঠান ইফা ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হুিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জনাব ড.মোঃ মুসফিকুর রহমান,মহাপরিচালক (অতিরিক্ত সচিব),ইসলামিক ফাউন্ডেশন,বাংলাদেশ,উদ্বোধনী অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোস্তাইন বিল্লাহ,জেলা প্রশাসক, নারায়নগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব শফিউল আলম,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী,নারায়নগঞ্জ জনাব হেলালউদ্দীন,নারায়নগঞ্জ জেনারেল হাসপাতলের আর, এম, ও ডাঃ আসাদুজ্জামান,সভা পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন,নারায়নগঞ্জের উপ পরিচালক জনাব মুহাঃ জাকির হোসাইন,বক্তব্য রাখেন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য আবুল হাসানাত কবীর,আলহাজ্ব কামরুজ্জামান, উলেমা পরিষদ,নারায়নগঞ্জের সভাপতি, মাওঃ মীর সিরাজুম মনিরুজ্জামান প্রমুখ। ইসলামিক ফাউন্ডেশন এর মাননীয় মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ড. মোঃ মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন” তিনি ইমামদের প্রচলিত বয়ানের পাশাপাশি দেশকে আরোও এগিয়ে নেয়ার জন্য যুগউপযোগী খুতবার বয়ান প্রদানের আহবান জানিয়ে বলেন করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয় তথ্য প্রচারে দেশের ইমাম সাহেবগণ প্রশসিংত হয়েছে। যা আজ সর্বজন স্বীকৃত।
দেশের প্রত্যন্ত অঞ্চলের ইমাম সাহেবগণ ও সরকার ঘোষিত উন্নয়ন ও সমাজ সচেতনতা মূলক যেকোন বার্তা জুমআ খুতবার পূূর্ব বয়ানের মাধ্যমে জনগণকে অবহিত করে থাকেন। ফলে প্রতিবেশী অনেক দেশের চেয়েও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ইমাম সাহেবদের মসজিদের মাইকে ঘোষণা, জুমআ’র পূর্ব বয়ান ছাড়াও যেকোন সামাজিক অনুষ্ঠানে সাধারণ মাসুষকে অবহিতকরণ কার্যক্রম আরোও বেগবান করা এখন সময়ের দাবী।
অনুষ্ঠানে সভাপতির বক্ত্যবে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশসাক জনাব মোস্তাইন বিল্লাহ বলেন “নারাণয়গঞ্জ জেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ায় প্রাথমিকভাবে মানুষের মধ্যে যে ভীতি সঞ্চার হয় তা জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে ইমামদের সহযোগীতায় কাটিয়ে উঠতে সক্ষম হয়। এ ক্ষেত্রে নারায়ণগঞ্জ এর সকল দপ্তর “টিম নারায়য়ণগঞ্জ” হিসেবে কাজ করেন।,সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্নার মাগফিরাত কামনা সহ প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।

About admin

Check Also

নারায়নগঞ্জ থেকে বি এন পি প্রতিরোধ আন্দোলন শুরু করলাম-ওবায়দুল কাদের।।

ডেস্ক রিপোর্টঃ (কে জামান) নারায়নগঞ্জ ২৩ অক্টোবর ২০২২ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ …

জননেত্রী শেখ হাসিনার জন্ম দিবসের অনুষ্ঠানে -এড.লায়েকুজ্জামান।

অনলাইন ডেস্ক( তালহা): ঢাকা,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ,,কেন্দ্রীয় কমিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম …

বাংলাদেশ ভ্যাট প্রফেসনালস ফোরামের সাধারন সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক(কে জামান)-ঃ ঢাকা,বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম এর ১৩তম সাধারন সভা ১৯ আগষ্ট ২০২২ শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *