করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। এ পদক্ষেপের অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিন ২৪ ঘণ্টা কারফিউ জারি রাখছে দেশটির সরকার। এ ছাড়া কোনো প্রবাসী যদি করোনা সংক্রান্ত কোনো নির্দেশ অমান্য করে তবে তাকে দেশ থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, ঈদের আগ পর্যন্ত সৌদি আরবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যাবে। তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে।
এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নতুন কিছু নিয়ম বেঁধে দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাগরিক ও প্রবাসীদের নিয়মগুলো গুরুত্ব সহকারে মানতে বলা হয়েছে।