২০ জুলাই ২০২০ মুক্তির কথা ডেস্কঃ
যুক্তরাজ্যের অভিযোগ, করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন গবেষণা হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে রুশ গোয়েন্দারা। যদিও এই অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া।
তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ভ্যাকসিন গবেষণার তথ্য চুরির দাবি রাশিয়া অস্বীকার করলেও তা মেনে নিতে রাজি নয় যুক্তরাষ্ট্র।
রাশিয়ার বিরুদ্ধে পুনরায় একই অভিযোগ করে তিনি জানান, রাশিয়া হ্যাকার দিয়ে হামলা চালিয়ে যুক্তরাজ্যের করোনা ভ্যাকসিন তৈরির গবেষণা সংক্রান্ত তথ্য চুরির চেষ্টা করেছে। তিনি তীব্র ভাষায় এর নিন্দা করেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাশিয়া ভ্যাকসিন তৈরির আন্তর্জাতিক প্রচেষ্টা নসাৎ করতে চায় কারণ তাদের উদ্দেশ্য এর থেকে আর্থিক মুনাফা লাভ করা।
ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন যুক্তরাজ্যের এই দাবি অস্বীকার করেন। বিবিসিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এ গল্প মোটেই বিশ্বাস করি না, এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়।
গত বৃহস্পতিবার যুক্তরাজ্য দাবি করে রাশিয়া অবৈধভাবে নথি সংগ্রহ করে ২০১৯ সালের ব্রিটিশ নির্বাচনে নাক গলিয়েছে। সেই অভিযোগও রাশিয়া আগে নাকচ করে দেয়।
এর মধ্যে রুশ রাষ্ট্রদূত অভিযোগ করেন, যুক্তরাজ্য সম্প্রতি রাশিয়ার সংবিধান নিয়ে গণভোটের সময় সাইবার হামলা চালিয়েছে।
এই গণভোটের মাধ্যমে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ।
তবে ডমিনিক রাব এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভ্যাকসিন চুরির বিষয়টি থেকে মনোযোগ সরাতে রাশিয়া নতুন এই অভিযোগ তুলছে।