১৫ জুলাই ২০২০, আন্তর্জাতিক ডেস্কঃ
নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবীতে গত ৬ দিনে ১২ লাখ ৯৫ হাজার ৫৫০ জন মানুষ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবারও প্রায় ২ লাখ মানুষ শনাক্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার থেকে টানা পাঁচদিন ২ লাখের বেশি করে মানুষ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর ষষ্ঠ দিনে (মঙ্গলবার) আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৭৭৫ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রিয়েল টাইমে বুধবার সকাল আটটা পর্যন্ত গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৪ লাখ ৫৬ হাজার ৩৪৭ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৭৮ লাখ ৪৭ হাজার ১১১ জন। মারা গেছেন ৫ লাখ ৮১ হাজার ১৫৪ জন।
আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৫ লাখ ৪৫ হাজার ৭৭ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ১৪৩ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১৯৫ জন।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৯ লাখ ৩১ হাজার ২০৪ জন। মারা গেছেন ৭৪ হাজার ২৬৪ জন।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ৯ লাখ ৩৭ হাজার ৪৮৭ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ২৪ হাজার ৩১৫ জনের।