—- আবার আসবে সুদিন —
— মিতা প্রধান—
অস্হির হইও না কেহু ধৈর্য ধর সবেআসবে আবার সুদিন আল্লাহ যদি একটু রহম করে।
বলনা অযাচিত কথা ছড়িও না মিথ্যা ভয় কর তবে
স্বরন করি সবই মিলে কি পাপ করিয়াছি কি নেক দিয়াছি ছেড়ে।
এবার একটু ভাবো কি দুর্দিন আমাদের তরে
কেহু কারো আপন নয় পর হয়েছি সবাই সবার তরে।
এ কোন মহামারী এ কোন গজব আমাদের পাপের ভারে ধরনী আজ অচল।
বিশ্ব আজ কুন্ঠিত নত করে মাথা সেজদায় পরে আছে
বাঁচাও বাঁচাও হে করুনাময় অসীম খোদা।
আজ সব কারাবন্দী আপন নিজ নিজ গৃহে
ঘাতক মরন আলিঙ্গন করছে কলিজার কলিজাটাকে ও কেড়ে নিচ্ছে হৃদয় কেড়ে নিচ্ছে মন চোখের জলে আজ নেমেছে পৃথিবীতে প্লাবন।
কত নির্মম আজ আমরা মানুষ কতটা অসহায়
শেষ দেখাটাও হয়না দেখা এতো আপন ছিল যে আমার তোমার।
তবুও সকাল হবে আশায় বাঁধি বুক
আল্লাহর রহমতের বর্ষুক না হয় একটুখানি বাদল।
আবার আসবে সুদিন হবে সব শান্ত
কেটে যাবে দুর্যোগ কেটে যাবে কালো মেঘ সব হবে আবার শান্ত।
হয়তো বেঁচে থাকলে দেখা হবে আমার তোমার হয়তো মমতায় মাখা মুখের কোন একদিন।
নয়তো হারাবো গহীনে যেখান থেকে আসব না ফিরে- আর কোনদিন
তবুও মনে রেখো ছিলাম তোমাদের কারো..