১৮ জুলাই ২০২২,অনলাইন ডেস্কঃ
মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলবেন বেন স্টোকস। সোমবার এমন ঘোষণা দেন তিনি।
হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।
অবসরের ঘোষণা দিয়ে টুইটারে বেন স্টোকস বলেন, আমি মঙ্গলবার ডারহামে ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামব। আমি এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জন্য একটি অবিশ্বাস্য কঠিন সিদ্ধান্ত ছিল। আমি ইংল্যান্ডের হয়ে আমার সতীর্থদের সাথে খেলার প্রতিটি মিনিট ইনজয় করেছি।