১৫ মে ২০২২ অনলাইন ডেস্কঃ
উত্তর কোরিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে রবিবার আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি দেশটিতে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসতে থাকে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বরাত দিয়ে জানিয়েছে, এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে এবং ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট দেশব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় এটিকে মহাবিপর্যয় ঘোষণা করেছেন।