৭ জুলাই ২০২০, তালহা জামানঃ
ফিলিস্তিনের নির্যাতিত জনগণের মুক্তির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগঠনগুলোর প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করেছেন তিনি।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার পাঠানো একটি চিঠির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা এ সমর্থন পুনর্ব্যক্ত করেন ।
আয়াতুল্লাহ আলী খামেনির চিঠির বিষয়বস্তু সোমবার বিভিন্ন ইরানি গণমাধ্যমে প্রকাশ করা হয়।
এতে তিনি বলেন, অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে সংগ্রামের কারণে ফিলিস্তিনি জাতির সম্মান ও মর্যাদা বেড়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা তার চিঠিতে আরো বলেন, ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলো এখন পর্যন্ত শত্রুর হুমকি ও প্রলোভনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে গেছে যার ফলে তাদের সম্মান ও মর্যাদা বেড়েছে।
ইহুদিবাদী শত্রুদের ষড়যন্ত্রের মোকাবেলায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।