বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করে মুক্তযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটি।
এতে প্রধান অতিথি নকশেবন্দী বলেন, বঙ্গবন্ধু ওলি আউলিয়াদের বংশের মানুষ। তিনি ইসলামিক দলগুলোকে সব সময় সাপোর্ট দিতেন। তিনি ছিলেন ইসলামিক চিন্তা চেতনার। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তেমন। তিনিও ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাধীনতার পক্ষে কাজ করছেন। আর স্বাধীনতার বিপক্ষের শক্তি তার কাজকে বাধাগ্রস্ত করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সালাউদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মো. ইসহাক খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্যরা ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।