- মুক্তির কথা নিউজঃ ইন্টারন্যাশনাল ক্যারম কাপ টুর্নামেন্টের ৮ম আসরে তৃতীয় হয়েছে বাংলাদেশ জাতীয় ক্যারম দল।এ টুর্নামেন্টে প্রথম কোন বাংলাদেশি হিসেবে বিশ্ব ক্যারম র্যাংকিংয়ে? স্থান অর্জন করেছে হেমায়েত মোল্লা। সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শ্রীলংকার নিশান্ত ফার্নানেদোকে ২-১ সেটে হারিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন হেমায়েত। এর আগে হেমায়তে মোল্লা সপ্তম স্থানে ছিল।
ভারতের পুনেতে ১৬ টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত আইসিএফ ক্যারম কাপের আসরে তৃতীয়স্থানে থাকা মালদ্বীপকে হটিয়ে ফের নিজেদের জায়গা বুঝে নিলো হেমায়েত মোল্লারা।
আন্তর্জাতিক এ টুর্নামেন্টে বাংলাদেশের ৯ সদস্যের দল অংশগ্রহণ করেছ। ৪ পুরুষ ও ৪ নারী খেলোয়াড় এবং একজন টিম ম্যানেজারসহ মোট ৯ জন। টিম ম্যানেজার ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।
২০১৫ সালে বাংলাদেশ তৃতীয় স্থানেই ছিল। ২০১৬ ও ২০১৮ সালের টুর্নামেন্টে অংশগ্রহণ না করায় তৃতীয় স্থান হাত ছাড়া হয়ে যায়। তা ফের পুনরুদ্ধারে খুশি ক্যারম দল।